শ্রীমঙ্গলে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তুহিন চৌধুরী মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নে শাওনছড়া গ্রামের টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব।
উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাফিজুর রহমান তুহিন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের সমন্বয়ক দুরুদ আহমদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদ আলী, পৌর বিএনপি সাবেক সভাপতি মো. মোছাব্বির আলী মুন্না, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত কদর, যুবদল নেতা এম এ রহিম,জনি, রুমেল খান, মোবারক হোসেন লোপ্পা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৈয়ব আহম্মদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন, পৌর ছাত্রদলের আহব্বায়ক জাহিদ আহমেদ প্রমুখ।