শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

যুক্তরাষ্ট্রের ডালাসে ঐতিহাসিক কনসার্টে গান গাইবেন জেমস

যুক্তরাষ্ট্রের ডালাসে ঐতিহাসিক কনসার্টে গান গাইবেন জেমস

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে আগামী ১৪ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে নগর বাউল জেমসের এক ঐতিহাসিক কনসার্ট। “চ্যাপ্টার টু: জেমস লাইভ ইন ডালাস” শিরোনামের এই আয়োজনে গান পরিবেশন করবেন বাংলাদেশের রক মিউজিকের জীবন্ত কিংবদন্তি জেমস। কনসার্টটি অনুষ্ঠিত হবে ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে।

জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন বিষয়টি নিশ্চিত করেছেন। আয়োজক প্রতিষ্ঠান মুনলাইট ইভেন্টস জানিয়েছে, এটি কেবল জেমসের ক্যারিয়ারেই নয়, বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ইতিহাসেও অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।

ভেন্যুটি আটটি স্তরে ভাগ করে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে, যা ৪৯ থেকে ১৫০ ডলার পর্যন্ত। আয়োজকদের মতে, কনসার্ট ঘিরে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাঙালিদের মাঝে দারুণ উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।

ইভেন্টের অন্যতম উদ্যোক্তা হাছিনা আক্তার বলেন, “জেমস মানেই এক অনন্য আবেগ ও ভালোবাসা। এই কনসার্ট শুধুই একটি সংগীতানুষ্ঠান নয়—এটি প্রবাসী বাঙালিদের জন্য এক মহামিলনমেলায় রূপ নিতে যাচ্ছে।”

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন