মৌলভীবাজারে মাদকসহ একাধিক মামলার আসামি আটক


মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক হয়েছে।
রোববার (২০ এপ্রিল) রাতে মৌলভীবাজার সদর থানার অন্তর্ভুক্ত শেরপুর ফাঁড়ি পুলিশ সরকার বাজারস্থ যাত্রী ছাউনি থেকে শাহিন মিয়া (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করে। এসময় আটককৃত শাহিন এর হেফাজত থেকে ২০০পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান জানান, আটককৃত শাহিন মিয়ার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।