বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

উলিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৪’শ পিস ইয়াবাসহ সরবেশ মন্ডল (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চর এলাকার আরফান মন্ডলের ছেলে।
জানা গেছে, গত শুক্রবার (২ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সাইফুল্লাহ’র নেতৃত্বে সংগীয় ফোর্স প্রত্যন্ত চরাঞ্চল বেগমগঞ্জ ইউনিয়নের আক্কেল মাহমুদ হারানগাটু গ্রামের মুদি দোকানের পূর্বে ফাঁকা জায়গা থেকে ৪’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সরবেশ মন্ডলকে গ্রেপ্তার করা হয়। আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পর শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল সরবেশ মন্ডল। বিভিন্ন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন