বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পীরগঞ্জ মডেল উপজেলার নৌকায় ভোট চাইলেন নৌকার মাঝি ড.শিরিন শারমিন চৌধুরী

পীরগঞ্জ মডেল উপজেলার নৌকায় ভোট চাইলেন নৌকার মাঝি ড.শিরিন শারমিন চৌধুরী

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুর-৬ পীরগঞ্জ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।
শুক্রবার দিনভর পৌরসভায় ৮ টি পথসভার পাশাপাশি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে  ও গ্রীণ ভিশন কিন্ডার গার্টেন স্কুলের মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন।
(২২ ডিসেম্বর) সকাল ১১ টায় পীরগঞ্জ পৌরসভার থানাপাড়া এতিমখানা মাঠে পথসভা ও গনসংযোগ শুরু করেন শুক্রবার জুম্মার নামাজপর চৌরাহাট মোড়,  গাড়াবেড় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, তুলারাম মজিদপুর মোড়, থিয়ারপাড়া সরকারী বিদ্যালয় মাঠ, আরাজীগঙ্গারামপুর, উজিরপুর, সোনাকান্দর ও পালপাড়া টালি সমবায় চত্ত্বরে পথসভা করেন।
উপস্থিত জনতার উদ্দেশ্যে ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী ও বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে, গণতন্ত্রের মানস কণ্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠন ও দেশের চলমান উন্নয়নকে আরও এগিয়ে নিতে নৌকা মার্কায় ভোট দিন। নৌকা মার্কা জনগনের প্রতীক,নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা মার্কা শান্তির প্রতীক। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে। পীরগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা করার লক্ষ্যে আগামী ৭ ই জানুয়ারি সারাদিন নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রিকে নৌকা উপহার দেওয়ার কথা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম,  উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক  সম্পাদক অধ্যাপক খলিলুর রহমান,  উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা রীনা, জেলা যুবলীগ সাধারন সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, পীরগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম মিয়া, সাধারন সম্পাদক আশিয়ার রহমান মাষ্টার,ওয়ার্ড কাউন্সিলর কবিরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর মশিউর রহমান পারভেজ, ওয়ার্ড কাউন্সিলর রাসেল প্রধান, ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী তালুকদার, ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন, ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর আ: রাজ্জাক, মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর আঞ্জুয়ারা বেগম, সাবানা বেগমসহ উপজেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা লীগ, সেচ্ছাসেবকলীগ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন