শ্রীমঙ্গলে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য আটক
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচত্রের সক্রিয় সদস্য আটক হয়েছে।
শনিবার (২৫ মার্চ) ভোর রাতে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আমিনুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সুত্রে খবর পেয়ে ও তথ্য প্রযুক্তির সাহায্যে অভিযান চালিয়ে ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বীরগাঁও এলাকা থেকে একটি ১০০ সিসি মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য শুকুর মিয়াকে গ্রেপ্তার করে। আটক শুকুর ব্রাক্ষণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের আছমত আলীর ছেলে। সে আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য হিসেবে স্থানীয়দের কাছে পরিচিত। আটকের পর শুক্কুর মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যমতে তার বাড়িতে তল্লাশী করে আরো দুটি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, গত ২০ মার্চ রাত ৮টা ২০মিনিটের সময় শ্রীমঙ্গল শহরতলীর কলেজ রোডের বিরাইমপুর এলাকার তানভীর আহমেদ নামে এক ব্যাক্তির বাসা থেকে একটি ১০০সিসি হিরো হোন্ডা চুরি হয়। চুরির ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করলে শ্রীমঙ্গল থানা পুলিশ ব্যাপক তদন্তের মাধ্যমে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ব্রম্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা থেকে আন্তঃজেলা চোরচক্রের সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।