শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

‘বাংলাদেশ শিশু একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপিত হলো’

‘বাংলাদেশ শিশু একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপিত হলো’

ঢাকা প্রতিনিধিঃ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমিতে উদযাপিত হলো বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল -এর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন, আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মুহিবুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। অনুষ্ঠানে শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন ও বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন বক্তৃতা করেন। প্রধান অতিথির বক্তব্যে সচিব নাজমা মোবারেকের বলেন, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল আধুনিক ক্রীড়ামনস্ক, সংস্কৃতিমনা ও রাজনৈতিক সচেতন তরুণ। তিনি নিজে ছিলেন কৃতি খেলোয়াড় ও স্পন্দন শিল্পী গোষ্ঠী গঠন করেন। শেখ কামাল এদেশের শিশু ও কিশোরদের জন্য আদর্শ ও অনুকরণীয় ব্যক্তিত্ব। বক্তারা ক্রীড়া, সংস্কৃতি ও ছাত্র রাজনীতিতে শেখ কামালের অসামান্য অবদানের বিষয়ে স্মৃতিচারণ করেন। এসময় মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং শিশু একাডেমির শিক্ষার্থীবৃন্দ। এর পূর্বে আজ সকালে ধানমন্ডিস্থ আবাহনী মাঠে শেখ কামালের প্রতিকৃতি ও বনানী সমাধিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন