বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ড. মো. আব্দুস শহীদ

কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ড. মো. আব্দুস শহীদ

মৌলভীবাজার প্রতিনিধি
কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শপথ পাঠ শেষে নতুন মন্ত্রীদের বিভিন্ন মন্ত্রনালয়ের দায়িত্ব প্রদান করা হয়। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ প্রথম বারের মতো মন্ত্রী নিযুক্ত হওয়ায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকার দলীয় নেতাকর্মীসহ দুটি উপাজেলার মানুষ খুশি। দলীয় নেতাকর্মীরা করেছেন আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। উপাধ্যক্ষ আব্দুস শহীদ ১৯৯১ সালে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত হন। এরপর ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালে তিনি এ আসন থেকে জয়লাভ করেন। ১৯৯৬-২০০১ পর্যন্ত জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ, ২০০১- ২০০৬ পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ এবং ২০০৯- ২০১৪ পর্যন্ত তিনি জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। ১০ম সংসদের তিনি হিসাব সরকারি প্রতিশ্রæতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২০১৮-২০২৩ পর্যন্ত অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির পালন করছেন। এছাড়া তিনি সংসদ কমিটি, পিটিশন কমিটি ও কার্যপ্রণালী বিধি স¤পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলেরও তিনি সদস্য ছিলেন। এবার তাকে সরকারের কৃষি মন্ত্রী করায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল বাসীসহ মৌলভীবাজার জেলাবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন