মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ঝিনাইগাতীতে ঈদুল আযহা উপলক্ষে ১২৬২৭ পরিবার পেল   ভিজিএফ’র চাল

ঝিনাইগাতীতে ঈদুল আযহা উপলক্ষে ১২৬২৭ পরিবার পেল   ভিজিএফ’র চাল
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীর ৭ইউনিয়নের ১২৬২৭জন হত-দরিদ্র পরিবার আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পেল ১০ কেজি করে চাল। ২২ জুন বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত একযোগে ৭ইউনিয়নে এসব চাল বিতরণ করা হয়েছে।
উক্ত চাল বিতরণ উপলক্ষে ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিক ভাবে চাল বিতরণের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণে পরিদর্শন করেন।
জানা গেছে, ইউনিয়নের জনসংখ্যা অনুপাতে ঝিনাইগাতী সদর ইউনিয়নে ২১৭৫ জন, হাতীবান্দা  ইউনিয়নে ৯২৯ জন, মালিঝিকান্দা
ইউনিয়নে১৯৬৫ জন, গৌরীপুর ইউনিয়নে ১২৩০ জন, নলকুড়া ইউনিয়নে ২১৯৩ জন, ধানশাইল ইউনিয়নে ১৬৮৮ জন এবং কাংশা ইউনিয়নে ২৪৪৭জন হত-দরিদ্র পরিবারকে জনপ্রতি ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
উক্ত বিতরণে স্ব-স্ব ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, ট্যাগ অফিসারগণ উপস্থিত ছিলেন।
ভিজিএফ’র চাল বিতরণে উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন