প্রধান শিক্ষকদের একই উপজেলায় বদলি প্রক্রিয়া স্থগিত
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের একই উপজেলা বা থানার মধ্যে অনলাইনে বদলি কার্যক্রম স্থগিত করা হয়েছে।আবেদন গ্রহণের আগের দিন বুধবার এ কার্যক্রম স্থগিত করে সংশ্লিষ্টদের চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। স্থগিতের আদেশে বলা হয়, উপজেলা/থানার মধ্যে অনলাইনে প্রধান শিক্ষকদের বদলি কার্যক্রম নির্দেশক্রমমে স্থগিত করা হলো। গত ৩০ জুলাই এক চিঠিতে প্রধান শিক্ষকদের একই উপজেলা বা থানার মধ্যে অনলাইনে বদলি কার্যক্রম শুরুর কথা জানানো হয়েছিল। ৩ আগস্ট থেকে অনলাইনে আবেদন করতে বলা হয়েছিল চিঠিতে।তবে হঠাৎ করে স্থগিতের কারণ জানায়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখার কেউ কিছু জানাননি।
বিভাগ শিক্ষা