বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

এমবিবিএস ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি

এমবিবিএস ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। একই সঙ্গে ডেন্টাল ভর্তি পরীক্ষা আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হবে বলেও তিনি জানিয়েছেন।

 

আজ রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ ঘোষণা দেন।

তিনি বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি আমরা এমবিবিএস ভর্তি পরীক্ষা নেব, একই সঙ্গে ৮ মার্চ ডেন্টাল ভর্তি পরীক্ষা নেব। তবে পরীক্ষা উপলক্ষে ৯ জানুয়ারি থেকে বন্ধ থাকবে মেডিকেল কোচিং।

 

একনজরে ভর্তি পরীক্ষার প্রক্রিয়া

 

> ১১-২৩ জানুয়ারি অনলাইনে আবেদন। ফি জমা ২৪ জানুয়ারির মধ্যে।
> সব কলেজের চয়েজ একবারে দিতে হবে।
> ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায়।
> ১৮ মার্চ ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
> সরকারি আসন ৫৩৮০টি, বেড়েছে ১০৩০টি।
> সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ১১৭২৮টি সিট রয়েছে।
> কোচিং বন্ধ হবে ৯ জানুয়ারি থেকে।
> ভর্তি ফি বাড়েনি
> পাস নম্বর ৪০ই থাকবে
> দ্বিতীয়বার পরীক্ষা দিলে ১০ নম্বর কাটা।

 

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন