বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বুয়েট প্রাক্-নির্বাচনী ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত

বুয়েট প্রাক্-নির্বাচনী ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তিতে প্রাক্-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণে যোগ্যদের তালিকা প্রকাশিত হয়েছে। সব সঠিক আবেদনকারীর মধ্য থেকে বাছাই করে ১ম থেকে ১৮০০০তম পর্যন্ত সব আবেদনকারীকে প্রাক্-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে। বুয়েট সূত্রে এ তথ্য জানা গেছে। নির্বাচনী পরীক্ষা দুটি শিফটে ২৪ ফেব্রুয়ারিতে গ্রহণ করা হবে। প্রাক্-নির্বাচনী পরীক্ষায় মেধার ভিত্তিতে নির্বাচিত আবেদনকারীদের মূল ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। প্রথম ধাপে ১০০ নম্বরের প্রাক-নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় থাকবে ১ ঘন্টা। প্রাক্-নির্বাচনী পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। প্রাক্-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারীদের থেকে ৬০০০ জনকে বাছাই করে মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চে। পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি এবং স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ সর্বমোট আসনসংখ্যা ১৩০৯।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন