বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল দিনাজপুর শিক্ষাবোর্ডে সেরা

চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল দিনাজপুর শিক্ষাবোর্ডে সেরা

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : দিনাজপুরের চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল দিনাজপুর শিক্ষাবোর্ডে সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। দিনাজপুর শিক্ষাবোর্ড হতে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

 

প্রকাশিত ফলাফলে জানা যায়, চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ১৭৭ জন পরীক্ষার্থী এসএসসি-২৩ পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এছাড়াও সকল বিষয়ে (গোল্ডেন) জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন শিক্ষার্থী।

নাম প্রকাশ না করার শর্তে দিনাজপুর শিক্ষাবোর্ডের জনৈক কর্মকর্তা মুঠোফোনে জানান, চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলটি বরাবরের মতোই এবছরও ভাল ফলাফল অর্জন করছে। যদিও বোর্ডে প্রথম বা দ্বিতীয় করার সুযোগ নাই, তারপরও ওই স্কুলটি অলিখিতভাবে দিনাজপুর শিক্ষাবোর্ড সেরা হয়েছে। এমনকি দেশসেরাও হতে পারে।

 

আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও চিরিরবন্দর টেকনিক্যাল এন্ড বিএম ইন্সটিটিউটের অধ্যক্ষ সাংবাদিক মো. মমিনুল ইসলাম বলেন, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, অভিভাবকদের পুর্ণাঙ্গ সহযোগিতা, শিক্ষার্থীদের কঠোর অনুশীলনের ফলে প্রত্যাশিত অবিস্মরণীয় ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।

 

দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা শাখা সুত্রে জানা গেছে, দিনাজপুর শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ২ হাজার ৪৬২ জন। পাশ করেছে ১ লক্ষ ৫৩ হাজার ৩৪৯ জন। পাশের হার ৭৬.৮৭ %। শুন্য পাসকৃত স্কুল নাই। এরই মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৩৭৫ জন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন