কর্মমুখী শিক্ষা নিয়ে কাজ করবে বিশ্বব্যাংক-বাংলাদেশ
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : কর্মসংস্থান উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রস্তুতে বাংলাদেশ ও বিশ্বব্যাংক একসঙ্গে কাজ করবে। বুধবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যাবদুলেই সিকের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এ সময় বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিশ্বব্যাংক বাংলাদেশ অফিসের অপারেশনস ম্যানেজার গেইলি মার্টিন, লিড ইকোনোমিস্ট অ্যান্ড প্রোগ্রাম লিডার সৈয়দ আমির আহমেদ, সিনিয়র এক্সটার্নাল আ্যাফেয়ার্স অফিসার মেহরিন এ মাহবুব, সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টি. এম. আসাদুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এবং শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্বব্যাংক তিনটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্প তিনটি হলো হায়ার এডুকেশন এ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট), লানিং এ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) এবং এ্যাক্সিলারেশন অ্যান্ড স্ট্রেন্দেনিং স্কিলস ফর ইকোনোমিক ট্রান্সফরমেশন (এসেট) প্রকল্প।
বৈঠকে এই প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রস্তুত করা হবে।