রাবি ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের তারিখ ঘোষণা
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন ৮ জানুয়ারি থেকে শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। এরপর ২৬ জানুয়ারি থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে।
রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে উপাচার্যের কনফারেন্স কক্ষে আয়োজিত ভর্তি উপকমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক (সম্মান) প্রথম শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন আগামী ৮ জানুয়ারি দুপুর ১২টা থেকে শুরু হয়ে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে। চারটি ধাপে চূড়ান্ত আবেদন হবে। প্রথম দফা ২৬ থেকে ২৯ জানুয়ারি, দ্বিতীয় দফা ১ থেকে ৩ ফেব্রুয়ারি, তৃতীয় দফা ৬ ও ৭ ফেব্রুয়ারি এবং চতুর্থ দফা ১০ ও ১১ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে।
পরীক্ষা তিন ইউনিটে
এবারের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ‘এ’ (মানবিক), ‘বি’ (বাণিজ্য) ও ‘সি’ (বিজ্ঞান) তিন ইউনিটে অনুষ্ঠিত হবে। ৫ মার্চ সি ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ৬ মার্চ ‘এ’ ইউনিট (মানবিক) ও ৭ মার্চ ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
‘এ’ (মানবিক) ইউনিটে আছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। ‘বি’ (বাণিজ্য) ইউনিটে আছে বিজনেস স্টাডিজ অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট। ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে আছে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারীজ এবং ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদ।
ভর্তি পরীক্ষা চার শিফটে
প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, বেলা ১টা থেকে ২টা ও সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চার পালায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।