বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

পার্বতীপুরে তিন কন্যা সন্তানের জন্ম

পার্বতীপুরে  তিন কন্যা সন্তানের জন্ম

মিলন পারভেজ : পার্বতীপুরে নরমাল ডেলিভারিতে একসঙ্গে তিন সন্তান জন্ম দেওয়ার ঘটনা ঘটেছে। তিনটি নবজাতকই মেয়ে।পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে স্বাভাবিক ডেলিভারিতে এই ঘটনাটি ঘটেছে।তিন সন্তানের মা হওয়া প্রসূতির নাম মোছাঃ ফরিদা বেগম।

জানা গেছে, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের দোআনিয়া ফকির পাড়া গ্রামের ভ্যান চালক মোঃ খাদেমুল ইসলামের স্ত্রী ফরিদা বেগমের স্বাভাবিক প্রসব প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন পার্বতীপুর ল্যাম্ব হাসপাতাল। ফরিদা বেগমের আরও দুইজন ছেলে মেয়ে রয়েছে। এটি তার তৃতীয় স্বাভাবিক ডেলিভারি।

ফরিদা বেগমের ভ্যানচালক স্বামী খাদেমুল ইসলাম বলেন, গত ২৮ জুলাই ফরিদা’র প্রসব ব্যথা উঠলে তাকে নিয়ে ল্যাম্ব হাসপাতালে ভর্তি করাই। একইদিন বিকাল ৫ টা ৪৫ মিনিটে একটি সন্তান নরমাল ডেলিভারিতে হয়, ৫টা ৫০মিনিটে আবারও একটি হয়, ৫টা ৫৪ মিনিটে আরো একটি কন্যা সন্তানের জন্ম হয় নরমাল ডেলিভারিতে।

তিনি আরও বলেন, তিন নবজাতকের ওজন ১ কেজি একশ গ্রাম করে। তুলনামূলক কম ওজনের নবজাতককে মায়ের ত্বকের সঙ্গে সংযুক্ত করে কেঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সেবা দেওয়া হচ্ছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন