ট্রেন-বাসের টিকেট না মেলায় মটরবাইকে কর্মস্থলে যাওয়ার আগেই পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত দুই সহকর্মী
সোহেল সানী : ট্রেন-বাস কোন টারই টিকেট না পেয়ে মটরসাইকেলে চাকুরীস্থলে পৌছার সিদ্ধান্তই কাল হলো ব্র্যাক কর্মচারী হামিদুল হক (৪০) ও মটরবাইক চালক সুশান্ত (৪২)’র জীবনে। আজ বৃহস্পতিবার সকালে নীলফামারীর ডোমার থেকে ভাড়ায় মটরবাইক চালক সুশান্তকে নিয়ে কর্মস্থল রাজশাহীর উদ্যোশ্যে রওনা হন ব্র্যাক কর্মচরী হামিদুল হক। পথিমধ্যে সকাল ১০টায় পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির অদুরে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের মোবারকপুর-রসুলপুর রেলগেট অতিক্রমের সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান দু’জনেই। নিহত হামিদুল হক কুড়িগ্রামের উলিপুর উপজেলার মুসলিমপাড়া ও সুশান্ত রায় নীলফামারীর জলঢাকা উপজেলার কৈবত্যপাড়া গ্রামে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পার্বতীপুর রেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে।
পার্বতীপুর রেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম নুরুল ইসলাম বলেন, চালক ও আরোহী অসতর্ক থাকায় উন্মক্ত ও অরক্ষিত এ রেল ক্রসিং অতিক্রম করতে গিয়ে এ দুর্ঘটনা শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের নিহতদের মরদেহ মর্গে পাঠায়।