নবাবগঞ্জের ভাদুরিয়ায় আগুন লেগে ১২ টি দোকান পুড়ে ক্ষতি প্রায় কোটি টাকা
এন,এম,সজীব:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে আগুন লেগে প্রায় ১২ টি দোকান পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত আড়াই টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার ভাদুরিয়া বাজারের চৌরাস্তার মোড়ে আব্দুল্লার মুদি ও বেকারির দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগুন লাগে।
পরে মুহূর্তেই আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়লে মুদির দোকান,ইলেক্ট্রনিক্সের দোকান, ঔষধের দোকান, ফলের দোকান, মনোহারীর দোকান সহ যমুনা ও মিনিস্টার শোরুমের দোকানে আগুন লাগে। এতে করে ১২ টি দোকান আগুনে পুড়ে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি এবং বিরামপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম ।
মুদি দোকানী আজাহার ইসলামের ছেলে মুন্না ইসলাম বলেন,অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত দোকানে এসে দেখি দাউ দাউ করে চোখের সামনে আগুন জ্বলে দোকানে সব মালামাল পুড়ে যাচ্ছে, তাৎক্ষণিকভাবে ট্রিপল নাইনে ( ৯৯৯) ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর আগেই দোকানে সব মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
যমুনা শোরুমের স্বত্বাধিকারী ইকবাল হোসেন বলেন, রাত ৩ টায় আগুন লাগার খবর পেয়ে এসে দোকানের একটি ঝাপ খুলে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। চোখের সামনেই সব পুড়ে যাচ্ছে, ভিতরে ঢুকার কোনো সুযোগ পাননি তিনি। নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আগুনের সূত্রপাত এখনও নির্দিষ্ট করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লেগেছে। তিনি আরও বলেন, মুদি দোকানে জ্বালানী তেল ও শোরুমে থাকা ফ্রিজের কম্প্রেসার থেকে আগুন তাড়াতাড়ি ছড়িয়েছে।
এছাড়াও ফায়ার সার্ভিসের দিনাজপুরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনিসুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মেহেদী হাসান ফরুক, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম তাওহীদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগুনে পোড়া ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।