রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

ফুলবাড়ীতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন॥

ফুলবাড়ীতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার তেঁতুলিয়া গ্রামের আব্দুর রশিদ খন্দকার এর পুত্র মোঃ সাজু খন্দকার জীবনের নিরাপত্তা চেয়ে নিজ বাড়ীতে এক সংবাদ সম্মেলন করেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলার পৌরসভার এলাকার তেঁতুলিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা মোঃ সাজু খন্দকার নিজ বাড়ীতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি প্রতিপক্ষ স্বজন পুকুর গ্রামের মৃত মোসলেম উদ্দীনরে পুত্র মোঃ শাহানার আলম সানু (৪০) এর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমি সাহাবাজপুর মৌজার দাগ নং-২৯৭, পিএস দাগনং-৮০২ দাগের ১.৬৯ একর জমির এর মধ্যে ৭৪ শতক জমি আমি মধ্যস্থতা হয়ে মোঃ শাহাদুল ইসলাম চান্দু, মোঃ লোকমান হোসেন ও মোঃ শাহানার আলম সানু কে ক্রয় করিয়া দেই। যাহার দলিল নং-৭৬২,২০২৩। তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন মধ্যস্থতা হয়ে তিন জনকে ঐ দাগের জমি ক্রয় করে দেওয়ারপর প্রতিপক্ষ শাহানুর রহমান সানু আবার ঐ জমি ফেরত দেওয়ার কথা বলেন। জমি ফেরত না দেওয়া হলে আমাকে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন। আমি জীবনের নিরাপত্তা চেয়ে গত ১০/০৬/২০২৩ ইং তারিখে ফুলবাড়ী থানায় মোঃ শাহানুর আল সানু (৪০), মোঃ শাহাদৎ হোসনে শুভ (৩৫), মোঃ তানভীর তানহা (তোহা) (৩২) কে অভিযুক্ত করে একটি সাধাণ ডাইরী দায়ের করি। যাহার জিডি নং-৪৯৩। একই ভাবে পূর্ব রামচন্দ্রপুর গ্রামের শাহাদুল ইসলাম চান্দু কে ২১/০৫/২০২৩ ইং তারিখে ঐ ৩ জনের বিরুদ্ধে সাধারণ ডাইরী দায়ের করেন। যাহার নং-১১২৪। সংবাদ সম্মেলনে আরও বলেন, একই জমিকে কেন্দ্র করে লোকমান হোসেন এর পুত্র মোঃ আশরাফুল আলম কে মারপিট করলে ঐ ৩ জনের বিরুদ্ধে গত ১০/০৫/২০২৩ইং তারিখে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-১১, ধারা-৩২৫,৩৪১,৩২৩ ও ৩০৭ দ:বি:। জিআর মামলা ৭৫/২৩। উক্ত সংবাদ সম্মেলনে ভূক্তভূগীগণ উপস্থিত থেকে জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন