বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ট্রাক থামিয়ে পুলিশ পেল ৪ হাজার কেজি পলিথিন

ট্রাক থামিয়ে পুলিশ পেল ৪ হাজার কেজি পলিথিন

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : রাজবাড়ীতে ৪ হাজার ১৪০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগসহ দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মুরগির ফার্ম এলাকার পুলিশ লাইন্সের সামনে থেকে তাদের আটক করা হয়। গতকাল এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান। যাদের আটক করা হয়েছে তারা হলেন— বরিশাল জেলার দূর্গাপুর গ্রামের মো. বেলাল হোসেন (২৫) ও পটুয়াখালীর রায়পুর গ্রামের মো. খায়রুল ইসলাম (১৯)। সংবাদ সম্মেলনে ইফতেখারুল আলম প্রধান বলেন, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পুলিশ লাইন্সের সামনে চেকপোস্টে একটি মিনিট্রাক থামানো হয়। ওই ট্রাক থেকে সরকারিভাবে পরিবহন করা নিষিদ্ধ ৪ হাজার ১৪০ কেজি পলিথিন জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য ৬ লাখ ২১ হাজার টাকা।  ওসি আরও বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যাগ বাজারজাতকরণ, বিক্রয়, বিতরণ ও বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘন করে এবং একই আইনের ১৫(১) এর ৪ এর (ক)(খ) মোতাবেক দণ্ডনীয় অপরাধ করায় এ সংক্রান্ত রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন