বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পার্বতীপুরে দ্বিগুণ ভাড়া দেয়ার প্রলোভনে যাত্রী সেজে ছিনতাই করতো তারা

পার্বতীপুরে দ্বিগুণ ভাড়া দেয়ার প্রলোভনে যাত্রী সেজে ছিনতাই করতো তারা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে যাত্রী সেজে অটো রিক্সা ছিনতাই চক্রের এক নারীসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধায় আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে রফিকুল ইসলাম (৪৮) ও আফজাল হোসেন (৪৫) রাশিদা বেগম (৪২) নামে চক্রের তিন সদস্য পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যাত্রী সেজে অটো ভাড়া করেন। চালক মোজাফ্ফর হোসেন ভাড়া চাইলে তারা দ্বিগুন ভাড়া দিতে রাজি হন। পরে পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কের বেলাইচন্ডি কুঠিপাড়া এলাকায় পৌছালে চক্রের সদস্যরা কৌশলে চালককে বেঁধে মারপিট করে অটো নিয়ে পালিয়ে যায়। পরে ছিনতাই হওয়া অটোসহ তিনজনকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। এসময় এলাকাবাসীর গনধোলাইয়ে গুরুতর আহত আফজাল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুরে পাঠানো হয়। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন