বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

জারীতে আবারো চ্যাম্পিয়ান বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়

জারীতে আবারো চ্যাম্পিয়ান বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়

পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি
জাতীয় শিক্ষা সপ্তাহে অংশ নিয়ে জারীগান প্রতিযোগিতায় পরপর চারবার দিনাজপুর জেলায় প্রথম স্থান অর্জন করে পার্বতীপুরের বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। রবিবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দিনাজপুর জিলা স্কুলে। বিদ্যালয়টি এবার দু’টি বিভাগে অংশ নিয়ে ‘ক’বিভাগ থেকে জেলা চ্যাম্পিয়ান হয়েছে। এর আগেও তারা বিভাগ পেরিয়ে জাতীয় প্রতিযোগিতায় অংশ গ্রহন করে ছিল। ছাত্রীদের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান, পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন, পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন ও বিদ্যালয়ের সাভাপতি মোঃ রজব আলী সরকার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদুর রহমান বলেন, জারীগানে বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা ধারাবাহিক ভাবে ভাল করে আসছে। জাতীয় শিক্ষা সপ্তাহে জারীগান একটি ব্যায় বহুল প্রতিযোগিতা। পৃষ্টপোষকতা অথবা সরকারী সহযোগিতা ছাড়া এ ধরনের প্রতিযোগিতায় অর্থায়ন করা একটি ছোট শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে কঠিন ব্যপার। তার পরেও সংস্কৃতিকে ভালবাসী বিধায় এই হারিয়ে যাওয়া সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করছি। এবারের জারীগানটি রচনা ও সুর করেছেন রংপুর বেতারের গীতিকার সনজিদ কুমার রায়। গানটিতে মুক্তিযুদ্ধ ও সরকারের উন্নয়ন কর্মসূচীকে তুলে ধরা হয়েছে। আশা করি বিভাগেও ভাল করেবে ছাত্রীরা।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন