বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ফুলবাড়ীতে মাছ চাষের জন্য খনন করা খালে ডুবে শিশুর মৃত্যু

ফুলবাড়ীতে মাছ চাষের জন্য খনন করা খালে ডুবে শিশুর মৃত্যু
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বসত বাড়ীর পিছনে মাছ চাষের জন্য খনন করা ছোট খালের পানিতে ডুবে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ আগষ্ট)  সন্ধ্যা  সাড়ে সাতটার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি ওয়ার্ডের খলিশাকোটাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম বিথী আক্তার। সে ওই গ্রামের আব্দুল হানিফের মেয়ে।
স্থানীয়রা জানান, বাড়ীর ভিতর খেলনা গাড়ী নিয়ে খেলতে খেলতে শিশুটি সকলের অগোচরে বাড়ীর পিছনের খালের পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর শিশুটির খোঁজ হলে শিশুটির মা আশেপাশে খোঁজাখুঁজি করেন। কোথাও না পেয়ে বাড়ীর পিছনের খালে পড়েছে সন্দেহে ওই খালে দেখতে গিয়ে শিশুটির মরদেহ পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এসে খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
গজেরকুটি ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন