বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ফুলবাড়ী পৌরসভা পশু হাট জমে উঠেছে॥

ফুলবাড়ী পৌরসভা পশু হাট জমে উঠেছে॥

মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়ী শহীদ মিনার মাঠে ঈদ উপলক্ষে জমে উঠেছে ফুলবাড়ী পৌরসভা পশু হাট। দিনাজপুরের ফুলবাড়ীতে শহীদ মিনার মাঠে ঈদুল আযহা উপলক্ষে জমে উঠেছে কোরবানীর পশু ক্রয় ও বিক্রয়। গরুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তাঁরা। তবে বর্তমানে পশু খাদ্যের মূল্যের ঊর্ধ্বগতিতে খরচ বৃদ্ধি পেয়েছে বলে জানান খামারিরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকেই প্রাই হাট জমে উঠেছে। প্রতি বছরের ন্যায় এবারো পৌরসভার পক্ষ থেকে হাট ইজারাদার বিশিষ্ট্য সমাজ সেবক ও ঠিকাদার আবুল হাসান বাবু এই পশু হাট ইজারা গ্রহণ করেন। কোরবানীর দিন যত ঘনিয়ে আসছে ততই জমে উঠছে পশু হাটগুলো। দূর দূরান্ত থেকে জনসাধারণরা এসে যার যার মত পশু ক্রয় ও বিক্রয় করছে। এবার পশুর হাটে গরু ছাগলের দাম বেশি হলেও ক্রেতারা সাধ্যর মধ্যে কোরবারী হাটে পশু ক্রয় করছেন। শিবগর ইউপির রাজারামপুর গ্রামের মোঃ মাহতাব আলী বলেন, আমার একটি গরু হাটে তুলেছি গরুটি আশি হাজার টাকা পর্যন্ত দাম তুলেছে ক্রেতা। ১ লক্ষ টাকা হলে ছেড়ে দেব। কোরবানীর হাটে দেশী বিদেশী বিভিন্ন জাতের গরু ক্রয় বিক্রয় চলছে। হাট ইজারাদার মোঃ আবুল হাসান বাবু বলেন, কেনাবেচা ভালো হচ্ছে, হাটে ক্রেতাদেরকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহযোগীতা করছেন। যাতে কেউ হাটে কেনা বেচাতে জাল টাকা সরবরাহ করতে না পারে এবং প্রতারিত যাতে না হয় সেদিকে নজর রাখছে আইন শৃঙ্খলা বাহিনী। আয়োজনে ফুলবাড়ী পৌসরভা।

 

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন