শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ঘোড়াঘাটে হিটস্ট্রোক নারীর মৃত

ঘোড়াঘাটে হিটস্ট্রোক নারীর মৃত

 ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে হিটস্ট্রোকে রাহেলা বেগম (৪৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে দিকে বাড়ির পাশে আম গাছের নীচে বিশ্রাম নেওয়ার সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।রাহেলা বেগম উপজেলার ৪নং ইউনিয়নের ২নং ওয়ার্ড চুনিয়াপাড়া এলাকার আব্দুল হামিদের স্ত্রী।

এ বিষয়ে তার মেয়ের জামাই শামীম হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে উচ্চরক্তচাপে ভুগছিলেন। তিনি অনিয়মিত ঔষধ খেতেন। এছাড়া তিনি পক্ষাঘাত গ্রস্ত ছিলেন এবং শরীরের ডানপাশ অবশের কারনে স্বাভাবিক কাজ কর্মে অক্ষম ছিলেন। ঘটনার আগে আমার শ্বাশুড়ি বাড়ির পাশে জ্বালানী সংগ্রহের জন্য বের হন। জ্বালানী সংগ্রহ শেষে আম গাছের নিচে বিশ্রাম নেওয়ার সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে তার মৃত হয়। এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি মো.আসাদুজ্জামান জানান, ঘটনা স্থল পরিদর্শন করেছি, তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার হিটস্ট্রোকেই মৃত্যু হয়েছে।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা. মোঃ তৌহিদুল আনোয়ার জানান,লোকে মুখে শুনেছি রাহেলা (৪৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে । যেহেতু তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে আসা হয়নি, সেহেতু তার সঠিক কারণ বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে,অনিয়ন্ত্রিত উচ্চ রক্ত চাপের কারনে তার এই মৃত হতে পারে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন