বিরামপুরে দিওড় ইউনিয়নের পূজা মন্ডব পরিদর্শনে ইউএনও
এন,এম,সজীব: দিনাজপুরের বিরামপুর উপজেলা অন্তর্ভূক্ত দিওড় ইউনিয়নে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গা উৎসব ও পূজা মন্ডব গুলো উপজেলা নির্বাহী অফিসার জনাব:নুজহাত তাসনীম আওন এর নেতৃত্বে পরিদর্শন এবং দিওড় ইউপি চেয়ারম্যান আঃ মালেক মন্ডলের পক্ষ থেকে নগদ অর্থ ও বস্ত্র বিতারণ করা হয়েছে।
আজ-(২৩ অক্টোবর) সোমবার: সন্ধ্যা থেকে ৪ নং দিওড় ইউনিয়ন পূজা মন্ডবগুলোতে সুষ্ঠু ও সুন্দরভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন হচ্ছে কিনা সেটি প্রতিটি মণ্ডবে সরাসরি গিয়ে পরিদর্শন করেন,উপজেলা নির্বাহী অফিসার জনাব: নুজহাত তাসনীম আওন মহোদয়।
এবং দিওড় ইউনিয়নের সুযোগ্য জনপ্রিয় চেয়ারম্যান আঃ মালেক মন্ডল গরীব অসহায় দুস্থ অবহেলিত পরিবারের মাঝে নগদ অর্থ ও (বস্ত্র) শাড়ী,লুঙ্গী,উপজেলা নির্বাহী অফিসার জনাব: নুজহাত তাসনীম আওন মহোদয়ের
উপস্থিতিতে বিতারণ করা হয় ।
এক শুভেচ্ছা বক্তব্যে চেয়ারম্যান আঃ মালেক মন্ডল বলেন,প্রতি বছরের ন্যায় আমি দিওড় ইউনিয়নের সকল পূজা মন্ডব পরিদর্শন সহ এই শারদীয় দুর্গোৎসবে সকলের সঙ্গে সুখ দুঃখ ভাগাভাগি করতে এসেছি, সেই সঙ্গে আমার নিজ তহবিল হতে আপনাদের জন্য সাধ্য অনুযায়ী পূজা কমিটির জন্য নগদ অর্থ ও শারদীয় শুভেচ্ছা উপহার কিছু শাড়ী,লুঙ্গী আছে আপনারা নিয়ে যাবেন এবং দিনাজপুর-৬ আসনের মানবিক এমপি শিবলী সাদিক মহোদয়ের জন্য,আমার জন্য, দোয়া করবেন আমি যেনো আপনাদের উপস্থাপিত দাবি অনুযায়ী মন্দির গুলোর উন্নয়নে সার্বিক সহযোগিতা করতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন, বিরামপুর থানা তদন্ত (ওসি) মোঃ মিজানুর রহমান,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বেপারীটোলা হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাফি মন্ডল,দিওড় ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ গোলাম রব্বানী (মাস্টার), প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মোঃ মুক্তার হোসেন (৪ নং ওয়ার্ড), ১,২,৩ ওয়ার্ডের মহিলা সদস্য ফেন্সিআরা,মোঃ রবিউল ইসলাম(৬ নং ওয়ার্ড) মোঃ আজগর আলী মন্ডল (৭ নং ওয়ার্ড) মোছাঃ আরিফুন্না(৭,৮,৯ নং ওয়ার্ড) মোঃ আজগর আলী (২ নং ওয়ার্ড)সহ ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নং ওয়ার্ড সভাপতি মোঃ আজিজুল,সাধারণ সম্পাদক মোঃ মামিনুর রশিদ, ইউনিয়ন ছাত্র লীগের আহবায়ক মোঃ মোহাদ্দেক হোসেন (রনি) সমাজসেবক আলতাব হোসেন এবং গ্রাম পুলিশ,আনসার সদস্য,ও স্থানীয় সম্মানিত ব্যক্তি বর্গ প্রমুখ।
উল্লেখ্য দিওড় ইউনিয়নের শালঘরিয়া কালি মন্দিরের সভাপতি শ্রীমতি চায়না শাহা,দূর্গা মন্দিরের সভাপতি শ্রী: কালিপদ সরকার,দিওড় হিন্দুপাড়া দুর্গা মন্দিরের সভাপতি শ্রীঃ গঙ্গাদাস সাধারণ সম্পাদক শ্রী: রবিদাসের হাতে নগদ অর্থ এবং মোট ৪৫ জন পরিবারের মধ্যে শারদীয় শু়ভেচ্ছা উপহার-শাড়ী, লুঙ্গী বিতারণ করেন চেয়ারম্যান আঃ মালেক মন্ডল।