আদমদীঘিতে বঙ্গমাতা ফজিলাতুন নেছার জন্মবার্ষিকী পালিত
এএফএম মমতাজুর রহমান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এঁর প্রতিকৃতিত্বে মাল্যদান এবং উপজেলা হলরুমে বঙ্গমাতা শীর্ষক এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, সহকারি কমিশনার ভূমি মুনিরা সুলতানা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, বীর মুক্তিযোদ্ধা আবির উদ্দিন খান প্রমূখ। পরে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।