বিশ্ববাজারে চিনির দরপতন
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : আন্তর্জাতিক বাজারে চিনির সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে। বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে আখের বাম্পার ফলন হয়েছে। ফলে খাদ্যপণ্যটির দরপতন ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, শুক্রবার (১১ আগস্ট) ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) আগামী অক্টোবরের অপরিশোধিত চিনির দাম কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি পাউন্ডের দর স্থির হয়েছে ২৩ দশমিক ৮৮ সেন্টে। একই কার্যদিবসে আসছে অক্টোবরের সাদা চিনির দাম কমেছে ১ দশমিক ২ শতাংশ। মেট্রিক টনপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ৬৮২ ডলার ৯০ সেন্টে। সিঙ্গাপুরভিত্তিক কৃষিপণ্য বাণিজ্যিক প্রতিষ্ঠান উইলমার ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের প্রথম ৬ মাসে নিট মুনাফা কমেছে ৫০ শতাংশ। বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি চীনের চিনিসহ বিভিন্ন ভোগ্যপণ্যের বিক্রি মন্থর হওয়ায় এই নিম্নমুখিতা তৈরি হয়েছে। কৃষিপণ্য ব্যবসা প্রতিষ্ঠান জারনিকো জানিয়েছে, চলমান ২০২৩ সালের প্রথমার্ধে অপরিশোধিত চিনির বৈশ্বিক চাহিদা কমেছে ২০ শতাংশ। পরিশোধনকারী কোম্পানিগুলোর কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে। কাঁচামালের উচ্চ মূল্যের কারণে এই নিম্নগামিতা তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, শিগগিরই বাজারে চিনির দাম ২০ সেন্টে নেমে আসার সম্ভাবনা রয়েছে। কারণ, বিশ্ববাজারে সরবরাহ বাড়ছে। গত বছরের শুরুর দিকে খাদ্যপণ্যটির দর ওঠা-নামার তথ্য রেকর্ড করা শুরু করেছিলাম আমরা। সেসময় এর মজুত ছিল সর্বনিম্ন। ১১ ব্যবসায়ী ও বিশ্লেষকদের করা রয়টার্সের এক জরিপে দেখা যায়, বর্তমান মূল্য নিয়েই চলতি বছর শেষ করবে অপরিশোধিত চিনি। ব্যাপক ঊর্ধ্বমুখী হয়ে যা ২০২২ সালের ডিসেম্বর সমাপ্ত করেছিল। কারণ, রেকর্ড টানা দ্বিতীয় বছর সরবরাহ ঘাটতির শঙ্কা ছিল।