শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

১৩ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

১৩ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’। আজ ১৩ আগস্ট ২০২৩, রোববার। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী:

১৫৯৮ – ফরাসি সম্রাট চতুর্থ হেনরি এক ঐতিহাসিক নির্দেশ জারি করেন ৷

১৬৪৫ – সুইডেন ও ডেনমার্ক শান্তিচুক্তি করে ।

১৭৪০ – রটারড্যামে অনশন ধর্মঘট শুরু হয় ।

১৭৮৪ – ইংল্যান্ডের পার্লামেন্টে ভারত আইন গৃহীত হয় ।

১৭৮৪ – ভারতে প্রশাসনিক সংস্কার প্রস্তাব সম্বলিত ইস্ট ইন্ডিয়া বিল ব্রিটিশ পার্লামেন্টে পাস। ১৭৯২ – ফ্রান্সের বিপ্লবীরা রাজপরিবারের লোকদের বন্দি করে ।

১৮৬৮ – ১৫ আগস্ট পর্যন্ত বেশ কয়েকটি ভূমিকম্পে পেরু ও ইকুয়েডরে ৪০ হাজার লোক নিহত হয়।

১৮৮৯ – উইলিয়াম গ্রে কয়েন টেলিফোন প্যাটেন্ট করেন ।

১৯২৩ – মোস্তাফা কামার পাশা তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৬০ – মধ্য আফ্রিকা ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে৷

১৯৬১ – পূর্ব জার্মানি মধ্যরাতে বার্লিন প্রাচীর নির্মাণ শুরু করে।

১৯৬৪ – ব্রিটেনে সর্বশেষ ফাঁসির মাধ্যমে মৃত্যুদন্ড কার্যকর করা হয়।

১৯৭২ – দক্ষিণ ভিয়েতনাম থেকে সর্বশেষ মার্কিন সৈন্যদের প্রত্যাহার।

২০১১ – সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজনের মৃত্যু।

জন্ম:

১৮৪৮ – সাহিত্যিক ও ঐতিহাসিক রমেশ চন্দ্র দত্তের জন্ম।

১৮৬৭ – শব্দকোষপ্রণেতা উইলিয়াম আলেকজান্ডার ক্রেইগির জন্ম।

১৮৮৮ – টেলিভিশনের আবিষ্কারক জন লগি বেয়ার্ড জন্মগ্রহণ করেন।

১৮৯৯ – এ্যাংলো মার্কিন চলচ্চিত্র পরিচালক আলফ্রেড হিচককের জন্ম।

১৯০২ – জার্মান প্রকৌশলী ফেলিক্স ওয়াঙ্কেলের জন্ম।

১৯১২ – নোবেলজয়ী ইতালীয় মার্কিন জীববিজ্ঞানী সালভাদর লুরিয়ার জন্ম।

১৯২৬ – কিউবার বিপ্লবী রাষ্ট্রপ্রধান ফিদেল ক্যাস্ত্রোর জন্ম।

মৃত্যু:

১৯১০ – সেবিকা প্রশিক্ষণ ব্যবস্থার প্রতিষ্ঠাতা ফোরেন্স নাইটিঙ্গেলের মৃত্যু।

১৯১৩ – জার্মান সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের বিশিষ্ট নেতা আগস্ট বেবেলের মৃত্যু।

১৯৪৬ – ইংরেজ সাহিত্যিক এইচ জি ওয়েলসের মৃত্যু।

১৯৭৭ – নাট্যসম্রাজ্ঞী মলিনা দেবীর মৃত্যু।

২০০০ – পাকিস্তানি পপসংগীত শিল্পী নাজিয়া হাসানের মৃত্যু।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন