রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস উপলে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট বলেন,আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ভারতের স্বাধীনতা দিবস উপলে দুদেশেই সরকারি ছুটি থাকায় আজ মঙ্গলবার সকাল থেকেই স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। ছুটি শেষে আগামীকাল বুধবার থেকে বন্দর দিয়ে পুনরায় দুদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল ইসলাম বলেন, আজ জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলে সরকারি ছুটি থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের যাত্রী পারাপার স¦াভাবিক রয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন