এআইইউবিতে টেকসই উন্নয়নে কৃষির সম্ভাবনা নিয়ে সেমিনার
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) অর্থনীতি বিভাগের আয়োজনে ডা. আনোয়ারুল আবেদীন লেকচার সিরিজে কৃষি এবং বাংলাদেশের টেকসই উন্নয়নে কৃষির সম্ভাবনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) এআইইউবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আনোয়ারুল আবেদীনের সম্মানে এ সেমিনারের আয়োজন করা হয়। এআইইউবি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারের প্রধান বক্তা ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও হেড অব নিউজ এবং বাংলাদেশের কৃষি উন্নয়ন ব্যক্তিত্ব শাইখ সিরাজ। শাইখ সিরাজ তার বক্তব্যে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের কৃষিখাতের বিবর্তন ও উন্নয়ন সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, আমাদের অর্থনীতির তিনটি চালিকাশক্তি কৃষি, তৈরি পোশাক ও রেমিট্যান্স; এই তিন খাতে কৃষি শ্রমজীবী পরিবারের সন্তানরা কাজ করছে এবং গ্রামে পরিবারের কাছে অর্থ পাঠাচ্ছে। তিনি কৃষিতে নতুন প্রযুক্তির ব্যবহারের বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া চতুর্থ শিল্প বিপ্লব বিষয়ে গুরুত্ব তুলে ধরে এটি শিক্ষার্থীদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত এবং আধুনিক কৃষি পদ্ধতিতে এর সম্পৃক্ততার বিষয়ে আলোচনা করেন। এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন আধুনিক কৃষির গুরুত্ব নিয়ে বক্তব্য তুলে ধরেন। সাম্প্রতিক আর্থ-সামাজিক চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার এবং বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন। তিনি শাইখ সিরাজকে সেমিনারে অংশ নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। সেমিনারে এআইইউবির শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।