শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

টুইটার থেকে ‘ব্লক’ ফিচার বাদ দিচ্ছেন ইলন মাস্ক

টুইটার থেকে ‘ব্লক’ ফিচার বাদ দিচ্ছেন ইলন মাস্ক

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম সাবেক টুইটার বা বর্তমান এক্স-এ একের পর এক পরিবর্তন নিয়ে আসছেন প্রতিষ্ঠানটির কর্ণধার ইলন মাস্ক। এবার এক্স থেকে ব্লকিং ফিচার বাদ দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানায় ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি নিউজ। প্রতিবেদনে বলা হয়, এক্স থেকে ব্যবহারকারীদের জন্য ব্লকিং ফিচার বাদ দেয়ার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। এই ফিচারটি রাখার কোনো যৌক্তিকতা নেই বলেই মনে করেন তিনি। শুক্রবার (১৮ আগস্ট) এক্স এ দেয়া এক বার্তায় তিনি লিখেন, ‘ডিএম (সরাসরি বার্তা পাঠানোর ফিচার) ব্যতীত ব্লক ফিচারটি সরিয়ে নেয়া হবে।’ অর্থাৎ নতুন এই পরিতবর্তনের মানে হল এক্স ব্যবহারকারীরা কোনো অ্যাকাউন্টকে ব্লক না করতে পারলেও তারা সেই অ্যাকাউন্ট থেকে সরাসরি কোনো মেসেজ বা বার্তা আসা ব্লক করতে পারবেন। বর্তমানে কোনো ব্যবহারকারী যদি একটি অ্যাকাউন্ট ব্লক করেন, তখন সেই অ্যাকাউন্টের পোস্ট যে ব্লক করেছেন সেই ব্লকারের অ্যাকাউন্ট থেকে দেখা যায় না এবং যে অ্যাকাউন্টকে ব্লক করা হয়েছে, সেই অ্যাকাউন্ট থেকেও ব্লককারীর পোস্ট দেখা যায় না। পাশাপাশি যে অ্যাকাউন্টকে ব্লক করা হয়েছে সেই অ্যাকাউন্ট থেকে ব্লককারীকে কোনো মেসেজ বা বার্তা পাঠানো যায় না। কিন্তু এই ফিচার উঠিয়ে নেয়া হলে ব্লক করার পরও ম্যাসেজ বা বার্তা বাদে বাকি সব পোস্ট দেখতে পাবেন ব্যবহারকারীরা। ইতোমধ্যে ইলন মাস্কের নতুন এ পরিবর্তন নিয়ে সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই মাস্কের এই সিদ্ধান্তকে একটি “বিশাল ভুল” বলে অভিহিত করেছেন। তাদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বিষাক্ত মানুষ রয়েছে যাদের ব্যবহারকারীরা কোনোভাবেই যোগাযোগ করতে চান না। এই ফিচারটি সরিয়ে নিলে এক্স ব্যবহার করা কঠিন হয়ে উঠবে বলছেন এর ব্যবহারকারীরা। তারা টাইমলাইনে আসা অনাকাঙ্ক্ষিত বা অপমানজনক পোস্ট চাইলেই সরাতে পারবেন না। এদিকে টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসিও ইলন মাস্কের সিদ্ধান্তের সঙ্গে একমত বলে বিবিসির প্রতিবেদনে ‍উল্লেখ করা হয়েছে। তবে ব্লক ফিচারটি না থাকলেও ব্যবহারকারীরা চাইলেই মিউট ফিচারটি ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন ইলন মাস্ক। এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট অ্যাকাউন্টের টুইটগুলো এড়িয়ে যেতে সক্ষম হন। তবে এই ফিচারটি ব্লক ফিচারটির মতো হয়রানি ও নিপীড়ন ক্ষেত্রে সুরক্ষায় পর্যাপ্ত নয় বলে অভিযোগ ব্যবহারকারীদের। প্রতিবেদনে আরও বলা হয়, আগে থেকে ব্লক থাকা অ্যাকাউন্টগুলো এই পরিবর্তনের পর স্বয়ংক্রিয়ভাবে আনব্লক হয়ে যাবে কি না এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মাস্ক। অন্যদিকে এই সিদ্ধান্তের কারণে অ্যাপলের অ্যাপ স্টোর ও গুগল প্লে এর মতো অ্যাপ স্টোর থেকে এক্স বাদ যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কেননা সামাজিক মাধ্যম অ্যাপগুলোকে ব্যবহারকারীদের হয়রানি রোধের সুবিধা দেয়ার শর্তাবলী রয়েছে। সুতরাং ব্লক ফিচারটি এক্স থেকে বাদ গেলে, গুগল প্লে ও অ্যাপল অ্যাপ স্টোর থেকেও বাদ যাবে এক্স।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন