ডিএসইতে লেনদেনে এগিয়ে যেসব কোম্পানি
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সকাল থেকে ধীরগতিতে চলছে লেনদেন। তবে এর মধ্যেই লেনদেনে শীর্ষে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক পণ্য, প্লাস্টিক, বিমা, ভোজ্যতেল, কাগজ, সিমেন্ট, জুতা, জ্বালানি ইত্যাদি কোম্পানির শেয়ার। আজ লেনদেন শুরুর পর কিছুটা ধীরগতিতে লেনদেন চলে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে লেনদেন কিছুটা বেড়েছিল, তবে এর কিছুক্ষণের মধ্যে তা আবার কমে যায়। এর মধ্যে বেলা ১১টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩ দশমিক ৯৫ পয়েন্ট। দিনের প্রথম ১ ঘণ্টায় লেনদেন হয়েছে ১১৪ কোটি টাকার মতো। এতে শীর্ষে ছিল ফু ওয়াং ফুড লিমিটেড। এ সময়ে কোম্পানিটির ১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে ছিল সরকারি প্লাস্টিক খাতের প্রতিষ্ঠান মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটির মোট ১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় অবস্থানে থাকা রূপালি লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রায় পাঁচ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার ডিএসইতে প্রায় ৫০৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। তবে ওই দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে তিনটি সূচকই ছিল নিম্নমুখী। এর মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৩১ পয়েন্ট কমে ৬ হাজার ২৮৮ পয়েন্টে, ডিএসইএস সূচক ১ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৫ পয়েন্টে ও ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৮৯ পয়েন্ট কমে ২ হাজার ১৩৫ পয়েন্টে অবস্থান করে।