শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মোহনবাগানের কাছে হেরে বিদায় আবাহনীর

মোহনবাগানের কাছে হেরে বিদায় আবাহনীর

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : এএফসি কাপ সাউথ জোন প্লে-অফে ভারতের মোহনবাগান সুপার জায়ান্টের কাছে হেরে বিদায় নিল বাংলাদেশের ঢাকা আবাহনী লিমিটেড। কলকাতার সল্ট লেকে মঙ্গলবার ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি কাছে হেরেছে ৩-১ গোলে । প্রথমে এগিয়ে গিয়েও পরে চাপ সামলাতে পারেনি মারিও লেমোসের দল। খেলার দ্বিতীয় মিনিটেই আক্রমণে যায় মোহনবাগান। সে যাত্রায় গোলরক্ষক শহিদুল ইসলামের দৃঢ়তায় গোলের হাত থেকে বেঁচে যায় আবাহনী। ১২ মিনিট পর্যন্ত মোহনবাগানের সাথে নীল জার্সিধারীরা সমানতালে খেলতে থাকে। এরপরের সুযোগটি কাজে লাগায় বাংলাদেশের ক্লাবটি, ১৭ মিনিটে এগিয়ে যায়। ঢাকার ক্লাবটিকে আনন্দে ভাসান বিশাল কেইথ। ডি বক্সের মধ্য থেকে বাঁপিয়ে গোলমুখে শট নেন আবাহনীর খেলোয়াড়। বল গোলরক্ষকের হাত থেকে বেরিয়ে যায়। সুযোগ হাতছাড়া করেননি কেইথ, বল জালে জড়িয়ে দেন। ১-০ গোলে এগিয়ে যায় আবাহনী। গোল হজম করে আক্রমণাত্মক হয়ে উঠে কলকাতার ক্লাবটি। সমতা ফিরতে খুব বেশি দেরি হয়নি তাদের, ৩৫ মিনিটে পেনাল্টি পায় মোহনবাগান। কোলাসাওকে ডি বক্সের মধ্যে ফাউল করা হয়। ৩৭ মিনিটে পেনাল্টি কিক থেকে সমতায় আসে মোহনবাগান। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে বল গোলবারে লেগে ফেরে। প্রথমার্ধে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় আবাহনীর। এরপর দু’দলের মধ্যে বেশ কিছু সময় এলোমেলো খেলা চলার মাঝে বিরতির বাঁশি বাজে। স্বাগতিকদের এগিয়ে নিতে খুব বেশি দেরি হয়নি। খেলার ৫৮ মিনিটে নিজেদের ভুলে বল জালে জড়ায় আবাহনী। দুই মিনিট পর আবারও গোলের দেখা পায় মোহনবাগান, এবার গোল করেন সাদিকু। কর্নার থেকে দ্রুত শট নেন বোমাউস, শহিদুল সেটি ঠেকালেও বল চলে যায় কোলাকোর কাছে। তার অ্যাসিস্টে গোল করেন সাদিকু, ৩-১তে এগিয়ে যায় মোহনবাগান। ৭৭ মিনিটে দূরপাল্লার শটে ডি বক্সের মধ্যে বিশাল কেইথ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। হেডে বল গোললাইনের বাইরে যায়। ৮০ মিনিটে আরও একটি সুযোগ পেলেও তাতে ব্যর্থ হয় আবাহনী। শেষদিকে আবাহনী অনেক চেষ্টা করলেও আর ম্যাচে ফিরতে পারেনি। পরাজয় সঙ্গী করে আসর থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশের অন্যতম সফল দলটি।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন