বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

জামালের অপেক্ষায় আফগান কোচ

জামালের অপেক্ষায় আফগান কোচ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের জন্য বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে আফগানিস্তান ফুটবল দল। সেপ্টেম্বরের দুই ম্যাচকে সামনে রেখে প্রথম দিনের মত অনুশীলন করেছে আব্দুল্লাহ আল মুতাইরির দল। আফগানিস্তানের এই কুয়েতি কোচ এর আগে নেপালের দায়িত্বে ছিলেন। সেই হিসেবে প্রতিপক্ষ বাংলাদেশের ব্যাপারে অজানা নেই তার। উত্তরার আর্মড পুলিশ ব্যাটলিয়ন মাঠে আফগানিস্তানের কোচ প্রতিপক্ষ বাংলাদেশ নিয়ে অনেক কথা বলেছেন। সেই সব কথার মূলে ছিলেন অধিনায়ক জামাল ভূইয়া। বাংলাদেশের অধিনায়াক জামাল ভুইয়া আর্জেন্টিনার লিগে খেলছেন সেটাও তার জানা,‘সে আর্জেন্টিনার লিগে খেলছে। গতকাল সে গোলও করেছে।’বাংলাদেশের ফুটবলারের আর্জেন্টিনার লিগে খেলাকে বেশ ইতিবাচক হিসেবে দেখছেন আব্দুল্লাহ, ‘এটা বেশ ভালো দিক সে আর্জেন্টিনায় খেলছে। শুধু বাংলাদেশ নয়, এটা উপমহাদেশের জন্যই ইতিবাচক।’ কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থন এবং বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস স্থাপনের বিষয়ও জানা আছে আফগান কোচের। আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর দু’টি প্রীতি ম্যাচে জামালের জন্য মুখিয়ে আছেন প্রতিপক্ষ কোচ, ‘সে আর্জেন্টিনা রয়েছে। আমরা তাকে প্রত্যাশা করছি। সে খেললে এক রকম কৌশল না খেললে আরেক রকম। ’ বাংলাদেশ সর্বশেষ সাফে সেমিফাইনালে খেলেছে। বাংলাদেশের খেলার প্রশংসা করে তিনি বলেন,‘ সাফে যথেষ্ট ভালো খেলেছে বাংলাদেশ। দলে বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছে। আমাদের সেই অনুযায়ী পরিকল্পনা রয়েছে। ’গোলরক্ষক জিকো ও ফরোয়ার্ড রাকিব বাংলাদেশের অন্যতম তারকা। এই দু’জনের চেয়ে আফগান কোচের দৃষ্টিতে ডিফেন্ডার বিশ্বনাথ,‘ নাম্বার ১২ (বিশ্বনাথ ঘোষ) আমার বিশেষ নজরে থাকবে। আরো অনেকে থাকবে। তাদের নাম বলছি না। শুধু নাম্বার ১২’র কথাই বলছি।’

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন