বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

‘ফাইনালের’ আগে মোহমেডানের বড় দুঃসংবাদ!

‘ফাইনালের’ আগে মোহমেডানের বড় দুঃসংবাদ!

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : আগামী ১৯ এপ্রিল ঢাকা প্রিমিয়ার বিভাগ হকি লিগে অঘোষিত ফাইনাল। আবাহনী-মোহামেডানের ম্যাচের ফলাফল লিগের শিরোপা নির্ধারণ করবে। মোহামেডান ঐ ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন, আবাহনী জিতলে যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আবার ঐ ম্যাচ ড্র হলে একক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে ঢাকা মেরিনার ইয়াংসের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মোহামেডানের জন্য বড় দুঃসংবাদ। কার্ড জটিলতায় দলটির অধিনায়ক ও অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি খেলতে পারবেন না। হকি লিগের বাইলজের ১৫ (ক) ধারা অনুযায়ী কোনো খেলোয়াড় তিনটি হলুদ কার্ড পেলে পরবর্তী ম্যাচ বহিষ্কার থাকবে। মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি লিগের প্রথম পর্বে পুলিশ, সুপার লিগে মেরিনার্স এবং উষার বিপক্ষে হলুদ কার্ড দেখেন। তাই তিনি লিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আবাহনীর বিপক্ষে খেলতে পারবেন না। গতকাল লিগ কমিটির সম্পাদক খাজা তাহের লতিফ মুন্না এক চিঠিতে মোহামেডান ও সংশ্লিষ্ট পক্ষসমূহকে বিষয়টি অবহিত করেছে। বাংলাদেশের হকির অন্যতম কিংবদন্তী রাসেল মাহমুদ জিমি। দুই দশকের বেশি সময় বাংলাদেশের হকির সুপারস্টার পুরান ঢাকার এই সন্তান। জিমি মোহামেডানের ঘরের সন্তান। সুপার সিক্সে গত দুই ম্যাচে ঠোটে ও নাকে সেলাই নিয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন জিমি। খেলোয়াড় হিসেবে জিমির মান ও নিবেদন অনেক উচু হলেও মাঠের আচরণে অনেকটাই নিন্দিত। আম্পায়ার ও প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে বাদানুবাদে জড়ানো ও তেড়ে যাওয়াই যেন তার অভ্যাস। এজন্য কার্ডও দেখেন তিনি। চলমান হকি লিগে আম্পায়ারিং নিয়ে বিতর্ক রয়েছে অনেক। মোহামেডানের কর্মকর্তারা গতকাল আম্পায়ারিং নিয়ে প্রচন্ড উষ্মা প্রকাশ করেছেন। বিশেষ করে খেলার শেষ কোয়ার্টারে জিমিকে হলদু কার্ড দেখানোর বিষয়টি মোহামডানের কর্মকর্তাদের কাছে প্রশ্নবিদ্ধ ও সন্দেহজনক। ২০২১ সালে ক্লাব কাপের সেমিফাইনালে মোহামেডান ওয়াকওভার দিয়েছিল জিমির কার্ড সংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে। এবার লিগের অঘোষিত ফাইনালের আগে অধিনায়ক জিমির নিষেধাজ্ঞা ক্লাবটির জন্য অনেক বড় ধাক্কা।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন