শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ, দ্বিতীয় ওয়ানডে নিয়েও শঙ্কা

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ, দ্বিতীয় ওয়ানডে নিয়েও শঙ্কা

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ গিয়েছে বৃষ্টির পেটে। নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় সিরিজেও রয়েছে বৃষ্টির শঙ্কা। বৃষ্টির পেটে যতে যারে এক ম্যাচটিও। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার ঢাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৭৮ শতাংশ। প্রায় সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে।  সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। সেই সময় থেকে সন্ধ্যার আগ পর্যন্ত ৫.৭ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে পুরো ম্যাচ পণ্ড হওয়ার সম্ভাবনা খুব একটা নেই। ম্যাচের ওভার কমিয়ে আনার সম্ভাবনাই বেশি। এদিকে সিরিজের প্রথম ওয়ানডেটি বৃষ্টির কারণে শেষ পর্যন্ত পরিত্যাক্ত হয়েছিল। পরিত্যক্ত হওয়ার আগপর্যন্ত ৩৩.৪ ওভারে ৫ উইকেটের খরচায় ১৩৬ রান তুলেছিল নিউজিল্যান্ড।

বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন