রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

প্রিগোজিনের শেষকৃত্যে যাবেন না পুতিন

প্রিগোজিনের শেষকৃত্যে যাবেন না পুতিন

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :রাশিয়ায় গত সপ্তাহের বুধবার (২৩ আগস্ট) এক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয় রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। রবিবার জেনেটিক পরীক্ষা করে তার মৃত্যু নিশ্চিত করে দেশটি।এবার নিহত প্রিগোজিনের শেষকৃত্যে রুশ প্রেসিডেন্ট পুতিনের যোগ দেওয়ার কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।স্থানীয় সময় মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র সাংবাদিকদের বলেন, “ক্রেমলিনের কাছে প্রিগোজিনের শেষকৃত্যে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই এবং ব্যবস্থাটি তার পরিবারের ওপর নির্ভর করে।“দিমিত্রি পেসকভ আরও জানান, “প্রিগোজিনের শেষকৃত্যে প্রেসিডেন্টের উপস্থিতি পরিকল্পনা করা হয়নি।”এর আগে রবিবার তদন্তকারীরা জেনেটিক পরীক্ষা করে নিশ্চিত করেন যে দুর্ঘটনায় নিহত ১০ জনের মধ্যে প্রিগোজিন ছিলেন।এদিকে ভাড়াটে এই সেনাদল ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে বহনকারী বিমান বিধ্বস্ত হওয়ার পেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত থাকতে পারে ধারণা পশ্চিমা বিশ্বের। কারণ জুন মাসের শেষে রাশিয়ার ব্যর্থ অভ্যুত্থানের কারণে প্রিগোজিনকে বিশ্বাসঘাতক অভিহিত করেছিলেন পুতিন।তবে পুতিন প্রতিশোধের জন্য প্রিগোজিনকে হত্যা করেছেন এমন ধারণাকে অস্বীকার করে কিছু পশ্চিমা রাজনীতিবিদ এবং নেতা মিথ্যা কথা ছড়াচ্ছে বলছে ক্রেমলিন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন