শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

কুড়িগ্রামে ২০ কেজি গাঁজা ও ৩৮ বোতল বিদেশী মদ উদ্ধার, এক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে ২০ কেজি গাঁজা ও ৩৮ বোতল বিদেশী মদ উদ্ধার, এক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:

৩০ অাগস্ট কুড়িগ্রামের উলিপুর ও রৌমারী উপজেলায় মাদক বিরোধী পৃথক দুটি অভিযানে ২০ কেজি গাঁজা ও ৩৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ওই মাদক কারবারি নাম মোঃ আব্দুস সালাম (৪৫)। সে উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফরা এলাকার বাসিন্দা। বুধবার (৩০ অাগস্ট) সকাল এগারোটার দিকে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন এক তথ্য বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (২৯ অাগস্ট) দিবাগত রাত এগারোটার দিকে উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফরা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার একটি টিম। অভিযানে ওই এলাকার মাদক কারবারি  আব্দুস সালামকে গ্রেফতার করে। এসময় তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে।অন্যদিকে একই দিন দিবাগত রাত সাড়ে বারোটার দিকে রৌমারী থানা পুলিশের একটি টিম উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর ফুলবাড়ী গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে ওই এলাকার চর ফুলবাড়ী ব্রীজের পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৩৮ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে।অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন