মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বেশি দামে ডলার বেচাকেনা : ৭ মানিএক্সচেঞ্জের লাইসেন্স স্থগিত

বেশি দামে ডলার বেচাকেনা : ৭ মানিএক্সচেঞ্জের লাইসেন্স স্থগিত

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডলার বিক্রি করার দায়ে ৭টি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে ১০টি প্রতিষ্ঠানকে কারণ ব্যাখ্যা করার নোটিশ দেয়া হয়েছে। বুধবার (৩০ আগস্ট) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ।কার্যক্রম স্থগিত করা মানি এক্সচেঞ্জগুলো হলো: ইয়র্ক মানি এক্সচেঞ্জ, জামান মানি চেঞ্জিং হাউজ, জেনি মানি এক্সচেঞ্জ লিমিটেড, স্ট্যান্ডার্ড মানি এক্সচেঞ্জ লিমিটেড, মার্সি মানি এক্সচেঞ্জ কোম্পানি লিমিডেট, জেবি মানি এক্সচেঞ্জার লিমিটেড ও বেঙ্গল মানি এক্সচেঞ্জ। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানায়, মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ইস্যু করা নির্দেশনা লঙ্ঘন করে নির্ধারিত হারের চেয়ে বেশি মূল্যে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করায় মানিচেঞ্জারগুলোর কার্যক্রম স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ‘অনলাইন মানিচেঞ্জার মনিটরিং সিস্টেমে’ অসত্য রিপোর্ট জমা দেয়া হয়েছে।পাশাপাশি লাইসেন্সের শর্ত ভঙ্গ করে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের তথ্য নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট না করায় মানিচেঞ্জারগুলোর কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এ ছাড়া ১০টি প্রতিষ্ঠানকে কারণ ব্যাখ্যা করার নোটিশ দেয়া হয়েছে। সেগুলো হলো: নিউ প্রাইম মানি চেঞ্জার লিমিটেড, উত্তরা মানি চেঞ্জার, মিসা মানি এক্সচেঞ্জ লিমিটেড, যমুনা মানি এক্সচেঞ্জ লিমিটেড, পাইওনিয়ার মানি এক্সচেঞ্জ, বুড়িগঙ্গা মানি এক্সচেঞ্জ প্রাইভেট লিমিটেড, স্কাফ মানিচেঞ্জার, হয়রত খাজা বাবা মুদ্রা বিনিময় কেন্দ্র লিমিটেড, গ্লোরী মানি এক্সচেঞ্জ লিমিটেড এবং মাতৃক মানি চেঞ্জার।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন