রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

হাসপাতালে মারা গেলেন বিখ্যাত গীতিকার

হাসপাতালে মারা গেলেন বিখ্যাত গীতিকার

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :  ইন্ডাস্ট্রিতে একের পর এক শোকের ছাঁয়া নেমে আসছে। একজনের মৃত্যুর রেশ কাটিয়ে উঠার আগেই আরেক নক্ষত্রের পতন। এবার না ফেরার দেশে চলে গেলেন ওপার বাংলার বিখ্যাত গীতিকার কবি কিংশুক চ্যাটার্জি। বুধবার (৩০ আগস্ট) সকালে একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। সভারতীয় সংবাদমাধ্যমের খবর, মৃত্যুর সময় ৪৫ বছর বয়স হয়েছিল এ গীতিকারের। পরিবার থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে যকৃতের সমস্যায় ভুগছিলেন কিংশুক। গত প্রায় এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মাঝে সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন। কিন্তু সোমবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সংগীতশিল্পী সৌম্য বসু সোশ্যাল মিডিয়া ফেসবুকে কিংশুকের মৃত্যুর খবরটি জানিয়ে লিখেছেন, ‘আজ কবিতারা চুপ। আজ সকাল ছিল না, রাত্রি নেমে এল… কথা-কবিতার কালো দিন, ওপারে ভালো থাকিস কিংশুক।’ সৌম্য বসু জানিয়েছেন, বছর দশক আগে শারীরিক অসুস্থতার জন্য গান লেখা বন্ধ করে দিয়েছিলেন কিংশুক। পরে ২০১৬ সালে ফের গান ও কবিতা লেখা শুরু করেন। কিংশুক সম্পর্কে সৌম্য বসু বলেন, আমার মেয়ের প্রথম অ্যালবামের মাধ্যমে সে আবার গান লেখা শুরু করেছিল। তার মতো প্রতিভাধর মানুষ খুব কমই দেখেছি। গীতিকার কিংশুক ইন্ডাস্ট্রির খ্যাতনামা শিল্পী হৈমন্তী শুক্লা, শিলাজিৎ, নচিকেতা, রূপঙ্কর বাগচী, সিধুসহ অনেকের সঙ্গে কাজ করেছেন। তার মৃত্যুতে সংগীত ইন্ডাস্ট্রি শোকাহত। তাইতো সোশ্যালে শোক বার্তা জানাচ্ছে সংগীতপ্রেমী ও তার শুভাকাঙ্ক্ষীরা। জানা গেছে, শিলাজিতের ‘এসো হে কেষ্ট’ ও রূপঙ্কর বাগচীর ‘ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব’র মতো বিখ্যাত গান গীতিকার কিংশুকের লেখা। এছাড়া মদন মিত্র অভিনীত এবং হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘ওহ্ লাভলি’ সিনেমায়ও কাজ করতে দেখা গেছে কিংশুককে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন