রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

হোমওয়ার্কে চ্যাটজিপিটি ব্যবহার করলে কীভাবে বুঝবেন শিক্ষক?

হোমওয়ার্কে চ্যাটজিপিটি ব্যবহার করলে কীভাবে বুঝবেন শিক্ষক?

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের (এআই) ব্যবহারে খুব সহজে নানান সমস্যার সমাধান হচ্ছে। কর্মক্ষেত্রের নানা কাজকর্ম ছাড়াও বিভিন্ন বিষয়ে পরিষেবা পেতেও এআইকে ব্যবহার করা হচ্ছে। আর এক্ষেত্রে জনপ্রিয়তার শিখর ছুঁয়েছে ওপেন এআইয়ের চ্যাট জিপিটি। কিন্তু জানেন কি, শিক্ষার্থীরা তাদের হোমওয়ার্ক করার জন্যও এখন এই চ্যাটবটের শরণাপন্ন হচ্ছে। এই গোপনীয়তা কীভাবে ফাঁস হবে শিক্ষকদের কাছে?

ওপেন এআই কিন্তু কার্যত এ নিয়ে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। বলে দিচ্ছে, চ্যাট জিপিটি ব্যবহার করে ছাত্রছাত্রীরা হোমওয়ার্ক করলে, ধরতেই পারবেন না শিক্ষক-শিক্ষিকারা। আসলে এআই যে সমস্ত কনটেন্ট তৈরি করছে, তা সাধারণভাবে দেখে বোঝার উপায় নেই যে তা কৃ্ত্রিম বুদ্ধিমত্তার কেরামতি নাকি কোনো ব্যক্তি বিশেষের কাজ। এবার বলতে পারেন, একটি কনটেন্ট দেখিয়ে চ্যাট জিপিটিকে যদি জিজ্ঞেস করা হয় সেটি এআই তৈরি করেছে কি না, তাহলে ব়্যানডম উত্তর দিচ্ছে এই চ্যাটবট। অর্থাৎ সবসময় যে তা ঠিকঠাক উত্তর দিচ্ছে, এমন কোনো মানে নেই। আর সে কারণেই শিক্ষকদের পক্ষে বোঝা সম্ভব নয় যে হোমওয়ার্কটি মানুষের করা না কি এআইয়ের। ওপেন এআই সংস্থার দাবি, যেসব শিক্ষার্থীর দ্বিতীয় ভাষা ইংরাজি, কিংবা নতুন ধরনের ইংরাজি কনটেন্ট লেখার চেষ্টা করছে, তারাই সাধারণত চ্যাট জিপিটির সাহায্য নিচ্ছে। এআইয়ের সাহায্য নিয়ে প্রাথমিক কাজটা করে নিয়ে তাতে একটু আধটু বদল করে দেওয়ার ফলে বিষয়টা যে প্রযুক্তি নির্ভর, তা আরওই বুঝতে পারছেন না শিক্ষকরা। তাই এ প্রবণতা রুখতে হোমওয়ার্কের ক্ষেত্রে কী বদল আনা যেতে পারে, সেটাই এখন বড় চ্যালেঞ্জ শিক্ষকদের।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন