বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শ্রীমঙ্গলে ২ মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন

শ্রীমঙ্গলে ২ মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজার শ্রীমঙ্গলে ২ মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার এন্ড নেট ওয়াকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষিত যুব উন্নত দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগানে ‘টেকনোলজি এম্পাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমান কম্পিউটার ভ্যানে ২ মাস ব্যাপী কম্পিউটার এন্ড নেট ওয়াকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্টানে ভার্চ্যালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। উপজেলা নির্বাহী অফিসার অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার অসীম কুমার কর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, মৌলভীবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক মো. সিজানুর রহমান, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায় প্রমুখ। দুই মাস মেয়াদী ভ্রাম্যমাণ এ কম্পিউটার ও নেট ওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণে ২০ জন নারী ও ২০জন পুরুষ প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেছেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন