বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ০৬.০৯.২৩

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সিব্বির আহমেদের অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে। এ ঘটনায় বুধবার ৬ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা প্রশাসন ফুলবাড়ী কুড়িগ্রাম নামক ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

ফেসবুক পোস্ট থেকে জানানো হয়, ইউএনও, ফুলবাড়ী, কুড়িগ্রামের অফিশিয়াল মোবাইল নাম্বারটি ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়া হচ্ছে। সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

এ প্রসঙ্গে ইউএনও মো: সিব্বির আহমেদ জানান, আমার অফিশিয়াল নম্বর ক্লোন করে ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রাব্বানী সরকারের ছোট ভাইয়ের নিকট থেকে বিকাশে ১ লাখ টাকা দাবি করে একটি প্রতারক চক্র। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিষয়টি আমাকে অবহিত করলে অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করার বিষয়টি জানতে পারি। এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জকে (ওসি) অবগত করা হয়েছে। তিনি প্রতারক চক্রটিকে শনাক্তের চেষ্টা চালাচ্ছেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন