শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পদসৃজন ও পদোন্নতিসহ বিভিন্ন দাবি নড়াইলের বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আগামি ২ অক্টোবর কর্মবিরতি পালনের ঘোষণা

পদসৃজন ও পদোন্নতিসহ বিভিন্ন দাবি নড়াইলের বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আগামি ২ অক্টোবর কর্মবিরতি পালনের ঘোষণা
ফরহাদ খান, নড়াইলপদসৃজন, পদোন্নতি, স্কেল আপগ্রেডেশন, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা শাখার আয়োজনে নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব দাবি করা হয়। লিখিত বক্তব্যে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নড়াইল জেলা শাখার দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক আ ন ম আরিফুল হক বলেন, শিক্ষা ক্যাডারের ১৬ হাজার কর্মকর্তা সরকারের স্মার্ট বাংলাদেশের স্বপ্নপূরণে একযোগে কাজ করে যাচ্ছেন। কিন্তু তারা ন্যায্য প্রাপ্য ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দেশে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সার্বিক শিক্ষা ব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য ‘শিক্ষা ক্যাডার’ সৃষ্টি করা হলেও দীর্ঘ বছরেও তা বিশেষায়িত পেশা হিসেবে গড়ে তোলা হয়নি। বরং আরো সংকুচিত করা হয়েছে। তিনি আরো বলেন, শিক্ষায় জাতীয় লক্ষ অর্জনে উপজেলা, জেলা ও অঞ্চলে শিক্ষা সংশ্লিষ্ট দপ্তর, অধিদপ্তর ও প্রকল্পসমূহ পরিচালনার জন্য শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। এছাড়া শিক্ষা ক্যাডারে পদোন্নতি যোগ্য সাত হাজার কর্মকর্তার পদোন্নতি প্রদান এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষার্থী অনুপাতে শিক্ষকের ১২ হাজার ৪৪৪টি পদসৃজন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। অধ্যাপক পদটি তৃতীয় গ্রেডে উন্নীত করা এবং আনুপাতিক হারে প্রথম ও দ্বিতীয় পদ সৃষ্টি করাও সময়ের দাবি। এদিকে, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে ‘শিক্ষা ক্যাডার’ নিয়ন্ত্রিত জেলা এবং উপজেলা শিক্ষা প্রশাসন প্রতিষ্ঠার দাবি জানানো হয়। এছাড়া শিক্ষা ক্যাডারের তফশীলভূক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের অপসারণ এবং শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিধি বাতিলের দাবি জানান শিক্ষক নেতৃবৃন্দ। এসব দাবি পূরণ না হলে আগামি ২ অক্টোবর সারাদেশে একদিনের কর্মবিরতি পালন করা হবে। যদি দাবি পূরণ না হয় তাহলে ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিনদিনের কর্মবিরতি পালন করার ঘোষণা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর খান শাহাবুদ্দীন, নড়াইল সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকবর আহম্মেদ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য ডক্টর সায়েম আলী খান, জেলা কমিটির যুগ্মসম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, জাহাঙ্গীর আলমসহ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতৃবৃন্দ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন