বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

জলঢাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালী ও আলোচনা সভা  অনুষ্ঠিত

জলঢাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালী ও আলোচনা সভা  অনুষ্ঠিত
জলঢাকা(নীলফামারী) প্রতিনিধিঃ
ডেঙ্গু হতে পারে মহামারী ব্যবস্থা নেওয়া অতীব জরুরি শ্লোগান কে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে আলহাজ্ব মোবারক হোসেন অনিবার্ণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বর পরিদর্শন শেষে উপজেলা হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ প্রতিভা বর্মণ, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাহেদ আলী, সাদেকুল সিদ্দিক সাদেক, উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন প্রমুখ।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শ্লোগানে শ্লোগানে বিভিন্ন এলাকা মুখরিত করে তোলে শিক্ষার্থীরা। এসময় ইউএনও বাড়ির আশেপাশে নিজ উদ্দোগে পরিষ্কার পরিছন্নতা করার আহবান জানান। এছাড়াও তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানে এরকম আয়োজন করার কথা বলেন। র‌্যালীতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন