তামিম-সাকিব ইস্যুতে যা বললেন মিশা সওদাগর
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : তামিম ইকবালকে না নিয়েই বিশ্বকাপে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গুরুত্বপূর্ণ সদস্য ও খেলোয়াড় হওয়ার পরও দলে রাখা হয়নি তামিমকে। কিন্তু তাকে ছাড়া এ বিশ্বকাপ স্কোয়াড কিছুতেই মেনে নিতে পারছেন না দেশের ক্রিকেটপ্রেমীরা। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এক ভিডিও বার্তায় নিজের অবস্থান তুলে ধরেন তামিম। যেখানে তিনি জানান, মিডল অর্ডারে খেলার প্রস্তাব দেয়ার কারণেই বিশ্বকাপে খেলতে চাননি তিনি। এছাড়া কিছু অভিযোগ আনেন এই তারকা খেলোয়াড়। এরপর তামিমের মন্তব্যকে ছেলেমানুষি উল্লেখ করেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব। দেশের একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রোহিত শর্মা ৭ থেকে ওপেনিংয়ে এসে ১০ হাজার রান করে ফেলছে। তো আপনি ওপেনিং থেকে তিনে বা চারে খেললে সমস্যা কী? এটা আসলে বাচ্চা মানুষি। যে আমার ব্যাট, আমিই খেলব। তারপর থেকেই সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে ক্ষোভ ও মতামত প্রকাশ করছেন ক্রিকেটপ্রেমীরা। মত প্রকাশের তালিকায় রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর। যদিও তিনি কারও পক্ষ নেননি। তবে তিনি প্রশ্ন রেখেছেন―এমন কেউ কি নেই যিনি সাকিব-তামিমকে মিলিয়ে দেবেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে এ অভিনেতা লেখেন, ‘আমাদের এমন কেউ কি নেই যে এই দুইজনকে একত্র করে এক টেবিলে বসিয়ে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে দেবে?’ কারণ হিসেবে এ তারকা লেখেন, ‘একটা কথা তো আমরা সবাই জানি, যত বাড়বে বিভক্তি ততই কমবে শক্তি। আমাদের সবচাইতে সম্মান করা বিষয়টা হচ্ছে আমাদের দেশ , আমাদের পতাকা, এখানে তামিম-সাকিব আর টিম ম্যানেজমেন্ট বড় না, সবার ওপরে দেশ, জন্মভুমি, নেতৃত্ব। আর ভালোবাসা ও সেক্রিফাইস থাকলে সবই সম্ভব। উদাহরণ আমাদের ১৯৭১ সালের বিজয়।’ প্রিয় তারকা মিশা সওদাগরের সঙ্গে অনেকে সহমত পোষণ করেছেন। যা তার মন্তব্যের ঘরে চোখ রাখলেই স্পষ্ট। সেখানে সবাই সাকিব-তামিমকে ফের একসঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন। এদিকে মিশা সওদাগর ছাড়াও বিনোদন ইন্ডাস্ট্রির আরও অনেক তারকা তামিম ইস্যুতে কথা বলেছেন সোশ্যাল মিডিয়ায়। নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানীও কথা বলেছেন। তিনি লিখেছিলেন, ‘আপনারা যারা নির্বাচক, আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষত্ব ফুটে উঠতো। আজকে এমন কী হলো, কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ দলেই নেই! মানলাম একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকতো তাহলে বলতাম, আমি পদত্যাগ করলাম। সরি একজন খেলোয়াড় তামিম ইকবাল।’