শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

চিলমারীতে ইলিশ জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরন

চিলমারীতে ইলিশ জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ  ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ উপলক্ষে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমার বিভিন্ন নদ-নদীতে ইলিশ আহরণ সম্পুর্ন রুপে নিষিদ্ধ রয়েছে। ২২ দিন কর্মহীন সময়ে উপজেলার ৬ ইউনিয়নের ১০৭৭ জন ইলিশ জেলেদের মাঝে ২৫ কেজি করে ভিজিএফ চাল বিতরন করা হবে।

এরই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে উপজেলার রমনা মডেল ইউনিয়ন পরিষদে রমনা ও রানীগঞ্জ ইউনয়নের ৬৭১ জন ইলিশ জেলের মাঝে ২৫ কেজি করে ভিজিএফ চাল বিতরন করা হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়াম্যন মোঃ রুকুনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাফিউল আলম, উপজেলা ভাইস চেয়াম্যন মোঃ নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়াম্যান মোছাঃ আছমা খাতুন, উপজেলা মৎস অফিসার মোঃ নুরুজ্জামান খান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, রমনা মডেল ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মোঃ গোলাম আশেক আঁকা প্রমূখ উপস্থিত ছিলেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন