শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে ১৪শত শিক নিয়ে মতবিনিময় সভা

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে ১৪শত শিক নিয়ে মতবিনিময় সভা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে শিা ব্যবস্থাপনায় প্রবর্তিত নতুন কারিকুলাম বাস্তবায়নে শিকদের ভূমিকা ও করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ফকিরহাট ও রামপাল উপজেলার মোট দশ ইউনিয়নের ১ হাজার ৩৭৪জন শিক অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কলেজটির প্রতিষ্ঠাতা স্বপন দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলাপ্রশাসক মোহাঃ খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, মাধ্যমিক ও উচ্চশিা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপ-পরিচালক খো. রুহুল আমীন, মাউশি ঢাকা অঞ্চলের উপ-পরিচালক এএসএম আব্দুল খালেক, প্রাথমিক শিা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোসলেম উদ্দীন। এএসএম আব্দুল খালেক, প্রাথমিক শিা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোসলেম উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্য বটু গোপাল দাস।
নতুন কারিকুলাম বাস্তবায়নে মতবিনিময় সভায় মূখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিা অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ।
সভায় আলোচকগণ নতুন কারিকুলাম বাস্তবায়নে শিকদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন