রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া, বিল না দিতে করতেন হার্ট অ্যাটাকের নাটক
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : স্পেনের ৫০ বছর বয়সী এক ব্যক্তি রেস্টুরেন্টে খেয়ে বিল না দেওয়ার দারুণ উপায় বের করেছিলেন। রেস্টুরেন্টে জমিয়ে খাওয়া-দাওয়া করে বিল দেওয়ার সময় হার্ট অ্যাটাক হত তার। তবে শেষ পর্যন্ত ধরা পড়তে হলো তাকে। তার আগে অন্তত ২০টি রেস্টুরেন্টে হার্ট অ্যাটাক হওয়ার নাটক করেন তিনি।
সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, আচমকা বুক ধরে অজ্ঞান হয়ে যাওয়ার এবং পড়ে যাওয়ার নাটক করতেন ওই ব্যক্তি। মানুষ মনে করত তার হার্ট অ্যাটাক হয়েছে এবং সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যেত। এর ফলে তাকে বিল দিতে হত না। কিন্তু সম্প্রতি একটি রেস্টুরেন্ট এমন ঘটনা ঘটার পর তার হার্ট অ্যাটাকের বাহানার কথা ছড়িয়ে যায়।
গত মাসে ওই ব্যক্তি একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন। এক পর্যায়ে যখন ওয়েটার বিল নিয়ে আসে তিনি পালানোর চেষ্টা করেন। রেস্টুরেন্টের কর্মচারীরা যখন তাকে আটকায় তিনি হোটেল থেকে টাকা আনতে যাচ্ছেন বলে জানান। এরপর হার্ট অ্যাটাকের অভিনয় শুরু করেন।
ওই রেস্টুরেন্টের ম্যানেজার জানান, ওই ব্যক্তি নাটক করছিলেন। আমরা অ্যাম্বুলেন্স না ডেকে পুলিশকে জানাই। যখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, ওই ব্যক্তি অ্যাম্বুলেন্সকে ফোন করতে বলে । কিন্তু তিনি বুঝতে পারেনি পুলিশ তার প্রতারণা বুঝে গেছে। এরপর তাকে গ্রেফতার করা হয়।